বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসের পাতায় বেগম খালেদা জিয়ার চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ থাকবে না। আমরা যারা বিএনপি করি শুধু তারা অভিভাবকহীন হলো না, আজ বাংলাদেশের ২০ কোটি মানুষ অভিভাবক হারা হলো। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের নিজ বাসভবনে বেগম জিয়ার মৃত্যুর সংবাদের পর তিনি তাৎক্ষনিক প্রতিক্রিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা ছিল দৃঢ় মনোবলওয়ালা মানুষ। তিনি কোনদিন কোন অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেননি। বেগম জিয়ার কাছে সবার আগে বাংলাদেশ ছিল। তিনি চলে গেলেন। আমি সবার কাছে অনুরোধ করি সবাই বেগম খালেদার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করেন। প্রতিক্রিয়ার পরই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামা মুরাদ ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)