
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ৩৬তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এইচ. এম শফিকুর রহমান ও সদস্য সচিব রুবেল হক স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় আরও বলা হয়, তার ইন্তেকালে জাতি একজন আপোষহীন দেশনেত্রী ও সাহসী রাষ্ট্রনায়ককে হারালো। এই শোকাবহ মুহূর্তে ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের সকল সদস্য গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় ৩৬তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। দীর্ঘ ৩৮ দিন ধরে তিনি লিভার সিরোসিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আগামীকাল বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। দাফনের সময় সমাধীস্থলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)