
সমুদ্রে টানা তিন দিন ভাসতে থাকা বিকল ফিশিং বোট ‘এমভি মায়ের দোয়া’–এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত রবিবার ( ২৮ ডিসেম্বর) সকাল ৮টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন গোলবুনিয়া ঘাট থেকে ‘এমভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। একইদিন দুপুর ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি সমুদ্রে ভাসতে থাকে।
পরবর্তীতে তিন দিন সমুদ্রে ভাসার পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল বিকল ফিশিং বোটসহ ৮ জন জেলেকে উদ্ধার করে এবং বোটটির ইঞ্জিন সচল করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ শেষে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)