
নতুন বই বিতরণে উৎসব না হলেও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের দুর্গম যমুনা চরের বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পেয়ে ব্যাপক আনন্দ ও উৎসাহ করছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে একযোগে নতুন বই বিতরণ শুরু হয়। সকল বিদ্যালয়ে সকাল থেকেই বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। যদিও বিগত বছরের মতো এবছর কোনও সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ বই উৎসব আয়োজন করেনি, তবুও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল।
অনেক অভিভাবক সন্তানকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন। শিক্ষার্থীরা জানান, নতুন বই পাওয়ায় তারা আনন্দিত এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার চেষ্টা করবেন।
অভিভাবকরা জানিয়েছেন, বই উৎসব না হওয়ার কারণে কিছু শিক্ষার্থী হয়তো নতুন বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন, তবুও স্কুলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের মাত্রা কম ছিল না।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)