কিংবদন্তি মহান নেত্রী বেগম খালেদা জিয়ার জানাযায় অংশগ্রহণ করেছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার বিকেলে মানিকমিয়া অ্যাভিনিউতে জানাযায় সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মমিন, রবিউল ইসলাম বিপ্লব, ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সদ্য সাবেক সভাপতি আমিন মারুফ হোসেন সহ সিরাজগঞ্জের অসংখ্য নেতা কর্মী।
ইঞ্জিনিয়ার আব্দুল মমিন বলেন, কিংবদন্তী মহান নেত্রীর জানাযায় অংশগ্রহন করে ইতিহাসে স্বাক্ষী রয়ে গেলাম। মহান নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন যুবদলের হৃদয়ের স্পন্দন। তিনি গোটা জাতিকে কাঁদিয়ে চলে গেলেন। এতে শুধু বিএনপি ও যুবদল নয় গোটা জাতি অভিভাবক হারা হলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)