প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৬:৫২ পি.এম
কাজিপুরে নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন ইউএনও

কাজিপুর উপজেলার সকল প্রাথমিক,মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নতুন শিক্ষা বর্ষের ২০২৬ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।১ জানুয়ারি ২৬ কাজিপুর উপজেলার কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেসমিন আক্তার।
এছাড়াঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষা বর্ষের ২০২৬ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগতিক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন ।অত্র বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজিপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অত্রপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য টি এম আতিকুর রহমান নান্নু।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোছাঃ হাসনা খাতুনসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও অভিভাবক সদস্যবৃন্দ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)