
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসকে কারাগারে প্রেরন করেছে আদালত। সে চান্দাইকোনা ইউনিয়নের সিমলা বিশ্বাস পাড়ার রফিক বিশ্বাসের ছেলে।
কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রায়গঞ্জ আমলী আদালতে হাজির হয়ে ফাহিম বিশ্বাসসহ দুইজন জামিন আবেদন করেন।
শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আইভীন আক্তার আবেদন না মঞ্জুর করে ফাহিম বিশ্বাসকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। তার সহযোগী মোন্তাসিরকে জামিন দিয়েছেন। 
এরআগে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বাজারে একটি হার্ডওয়ারের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও দোকান মালিককে মারধর করা হয়।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসসহ ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগেও পুলিশ ঘটনার সাথে জড়িত আরো দুইজনকে গ্রেপ্তার করেছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)