সাতসকালে রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাক বাজারের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিয়াম (১৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০), মুনকার (৩৫) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রায়হান জলিল (৪৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে, অর্থাৎ ৭টা ৫৫ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পুঠিয়া ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। নিয়ন্ত্রণ হারানো বালুবাহী ট্রাকটি সরাসরি বাজারের ভেতরে ঢুকে পড়ায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পরপরই পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের আরেকটি ইউনিট যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাজার এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ব্যপারে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), ফরিদুল ইসলাম জানান, আমার কাছে অফিসিয়াল তথ্য দূর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের তথ্য সঠিক হলেও এই তথ্য অফিসায়াল ভাবে আমার কাছে আসেনি। দূর্ঘটনা পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। সকাল থেকেই যাবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।#
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)