
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন ভাঙচুর করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল চারটার দিকে এই হামলা চালানো হয়। হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা হঠাৎ হামলা চালায়। ইটপটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল।
প্রত্যক্ষর্শীরা জানান, বিকেলের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। এরপর বিচ্ছিন্নভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। বিকেল চারটার দিকে তারা হঠাৎ ওই ভবনে হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে।
একজন কর্মকর্তা জানান, ‘ভবনের সামনের রাস্তায় কয়েক শ মানুষ অবস্থান নিয়েছিল। তারা হঠাৎ ভবনে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে ভবনের বিভিন্ন কাচ ভেঙে গেছে। অফিস ছুটি হওয়ার পরও আমরা কেউ বেরোতে পারছি না।’
হামলার সময় বিটিআরসির মসজিদে নামাজ পড়ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় মসজিদের কাচ ভেঙে পড়ে।
এদিকে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, মোবাইল ফোন আমদানি ও দেশীয় মেবাইল ফোনে ট্যাক্স কমানো হয়েছে। আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে বলে আশা প্রকাশ করেন প্রেসসচিব।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)