নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা ব্রীজের উপর ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে দর্শনা থেকে সিরাজগঞ্জগামী ডিএসবি-৩ মালবাহী ট্রেনের নীচে কাটা পড়ে যুবকটি মারা যায়। একদিন পেরিয়ে গেলেও যুবকটির পরিচয় পাওয়া যায়নি।
জিআরপি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, যুবকটির বয়স আনুমানিক ৩৫ বছর। উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারী, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে ও মাথার চুল কালো ৩ ইঞ্চি হবে। মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যুবকটির পরিচয়ের জন্য বিভিন্ন থানায় যোগাযোগ করা হচ্ছে। যুবকটির পরিচয় জানলে দ্রুত সিরাজগঞ্জ জিআরপি থানায় যোগাযোগের জন্য অনুরোধও করেছেন এই কর্মকর্তা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)