ইসলামী আন্দোলনের আগামী ৯ জানুয়ারীর জাতীয় সমাবেশ স্থগিত করা হয়েছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ও নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠক হয়। বৈঠকে আগামী ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৫ ডিসেম্বরের দলের বৈঠকে শহীদ ওসমান হাদীর হত্যায় জড়িতদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)