
কক্সবাজারের ইনানী উপকূলের গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটের ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২ জানুয়ারি ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে কক্সবাজারের ইনানী বীচ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় “এফ বি আল্লাহর দান” নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলের নিকটবর্তী একটি ফিশিং বোট ভিএইচএফ সেটের মাধ্যমে সহায়তার আবেদন জানালে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতের কবলে পড়া ১০ জন জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাদের বোট মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)