চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি চেয়ারম্যানঘাটা এলাকায় চলন্ত ট্রাকে স্ট্রোক করে এক চালকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মান্নান।
এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারকে ধাক্কায় দেয়। এতে কারের তিন যাত্রী আহত হয়েছে।
শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান কুমিল্লার দাউদকান্দি থানার বাসিন্দা।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, গাড়ি চালানোর সময় ট্রাকের চালক স্ট্রোক করে মারা যান। তখন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারে থাকা যাত্রীরা সামান্য আহত হন।
আশপাশের লোকজন ট্রাক চালককে মৃত অবস্থায় চালকের আসনে বসে থাকতে দেখেন। চালকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
তিনি আরও বলেন, প্রাইভেকারের মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হয়েছে।
প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)