
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উল্লাপাড়া সংসদীয় আসনের বিএনপির এমপি পদপ্রার্থী এম আকবর আলী, জামায়াতে মাওলানা রফিকুল ইসলাম খাঁন, ইসলামি আন্দোলনের মুফতি আব্দুর রহমান,জাতীয় পার্টির হিলটন প্রামাণিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এছাড়াও এই আসনের স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের ভোটার গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে একই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল হাকিমের মনোনয়নপত্রও বাতিল হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম আরিফ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)