
সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত একটি পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) রাতে যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১ জানুয়ারি খুলনা থেকে “Pirates of Sundarban” নামের একটি পর্যটকবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে করমজল এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জাহাজটির নিচে ছিদ্র সৃষ্টি হয়। এতে দ্রুত জাহাজে পানি প্রবেশ করতে শুরু করে।
এ সময় জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করলে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে কোস্ট গার্ড ২ জন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। একই সময়ে নৌ-পুলিশের সহায়তায় বাকি ২০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম জোরদার থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)