নরসিংদীতে সানজিদা আক্তার শিলা (১৮) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সকালে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় বসতঘরের বারান্দার গ্রিলে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা সাহেপ্রতাব এলাকার ইশতিয়াক আহমেদের স্ত্রী।
এলাকাবাসী জানায়, সাহেপ্রতাব এলাকার শহিদুল্লাহ মুন্সীর ছেলে ইশতিয়াকের সঙ্গে একই এলাকার আবদুল কাদির মৃধার কন্যা শিলার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে শিলা বসতঘরের বরান্দার গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, নিহত ওই গৃহবধূর কপালে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনসহ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার মূল কারণ জানা যাবে। এটি কি আত্মহত্যা নাকি হত্যা তখন বলা যাবে। এ ছাড়া পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)