
কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে বিপাকে পড়া রাজধানীর অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আনসার-ভিডিপি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায়।
রবিবার (৪ জানুয়ারি ) ঢাকার পল্লবী এলাকার ষোল বিঘা বালুর মাঠে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আনসারের পরিচালক আসাদুজ্জামান গনি বলেন, আনসার ও ভিডিপি শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্র জানায়, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রকৃত অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সূত্র আরও জানায়, এই উদ্যোগের অংশ হিসেবে বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট জেলায় মোট ছয় হাজার কম্বল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বগুড়া ও জামালপুর জেলায় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এছাড়া রাজধানীর কড়াইল বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝেও আনসার বাহিনীর পক্ষ থেকে ৯০০টি কম্বল বিতরণ করা হয়।
সমগ্র কার্যক্রমে ঢাকা মহানগর আনসার ও নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সার্বিক তত্ত্বাবধান করে। এ সময় বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)