বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে গরু, ছাগল ও ভ্যান বিতরণ শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি ভাংচুরের মামলায় গ্রেপ্তার ২ তাড়াশে মাদকদ্রব্য নিরোধ কল্পে সচেতনতার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা মে মাসে সড়কে ৬১৪ জনের প্রাণহানি : যাত্রী কল্যাণ সমিতি ‘ঘেউ ঘেউ করার জন্য ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!’ মাদক কারবারে বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা ইরানের হামলার আশঙ্কায় বাগদাদের দূতাবাস থেকে কর্মী সরালো যুক্তরাষ্ট্র

বিচারপ্রাথীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, বিরক্ত হওয়া যাবে না : সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিবেদক / ৩৪১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২৯ মে, ২০২৪, ৯:০৪ অপরাহ্ন


সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সহায়ক কর্মচারিদের অংশগ্রহণে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আদালত সহায়ক কর্মচারিদের সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা আদালতের বিচারক এম আলী আহমেদ বলেন, কোর্টে যারা আসে তারা বিপদে পরেই আসে। তারা নির্যাতিত, নিপীড়ত বঞ্চিত মানুষ। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনভাবেই বিরক্ত হওয়া যাবে না।

তিনি আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের সবার বেতন হয়। আমরা জনগণের সারভেন্ট। জনগণকে অবহেলা করবেন না। সেবার গুণগত মান বজায় রাখতে হবে।


প্রশিক্ষণ কর্মশালায় শেষে অংশগ্রহণকারী আদালত সহায়ক কর্মচারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

উক্ত কর্মশালায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও ২ এর বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক ও নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজ মো. আহসান হাবিব।


তিনদিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সিরাজগঞ্জের বিচার প্রার্থী জনগণের দ্রুত ও মানসম্মত ন্যায় বিচার প্রাপ্তিতে অধিকতর সহায়ক হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir