চট্টগ্রামের লোহাগাড়ায় আম-লিচুর দাম পরিশোধ না করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ জুন) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পদুয়া বাজার থেকে তাদেরকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার মোজাম্মেল হক চৌধুরী (৩৪), তার ভাই মহিউদ্দীন (২৫) ও একই এলাকার ইলিয়াস রাহুল।
পুলিশ জানায়, আটক তিনজন পদুয়া বাজারে ভাসমান দোকানি নুরু সওদাগরের কাছ থেকে দুই হাজার ৪০০ টাকার আম ও লিচু নিয়ে টাকা না দিয়ে চলে যেতে থাকেন। বিক্রেতা টাকা চাইলে তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। এ সময় তারা দ্রুত সিএনজিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যেতে চান, তবে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশের গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, ‘তিনজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘটনার যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)