
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে।
শুক্রবার(০৯ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার(১০ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার দিনব্যাপী চলা এ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, অন্যান্য মামলায় ৫ জন, সিআর ওয়ারেন্টমূলে ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতারকৃতরা হলেন—শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২) ও কাওছার হোসেন (১৯)।
অন্যান্য মামলায় গ্রেফতারকৃতরা হলেন– মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১) ও মো. সানি (২০)। আর সিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার আসামির নাম, মো. ইব্রাহিম (৩০)।
এছাড়া ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃতরা হলেন–মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।
অভিযানকালে পুলিশ বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম ও মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ১টি পিভিসি ব্যানার, ১টি পিবিসি ব্যানার, ৩টি মোবাইল ফোন, ২টি লোহার তৈরি ধারালো দা, ২টি হাতুড়ি, ২টি চাকু, ৫ পুরিয়া গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ পুরিয়া হেরোইন।
উত্তরা পশ্চিম থানার ওসি জানান জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)