আগামী ১৩ জুলাই অস্ট্রেলিয়ায় খেলতে যাবে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিট (এইচপি দল)। এই সফরে তিন সংস্করণেই সিরিজ খেলবে তারা।
মূলত ৯টি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডেলেড স্ট্রাইকার্সের পাশাপাশি স্থানীয় ৭টি দলও এই টুর্নামেন্টে খেলবে। এবার এই সফরকে সামনে রেখে তিন ফরম্যাটের আলাদা ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টিতে আকবর আলি, ৫০ ওভারের ফরম্যাটে আফিফ হোসেন ধ্রুব এবং চার দিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়ক হিসেবে রেখেছে বিসিবি।
টি-টোয়েন্টি দল : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।
ওয়ানডে দল : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।
চার দিনের দল : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)