
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সেতেরো আঠারো বছর দেশে খেলাধুলাও রাজনীতিকরন করা হয়েছিল। তখন আওয়ামী লীগপন্থী না হলে ভালো খেলোয়ার হওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে অংশগ্রহন করতে পারতো না।
দুলু বলেন, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান সাহেব মনে করেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধাদেরকে বর্তমানে যেভাবে সম্মানী দেয়া হয় তেমনি আগষ্ট বিপ্লবে যারা শহিদ হয়েছেন তারাও সম্মানী পাবেন। তিনি বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। কারন এই খেলোয়াড়রা যখন খেলার জীবন শেষ করে অবসরে যায় তখন তাদের অনেককে অর্থের জন্য কষ্টে জীবন পার করতে হয়। এই কারনে আমাদের নেতা তারেক রহমান সাহেব খেলোয়ার ও খেলাধুলাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। উনি মনে করেন স্কুল পর্যায়ে আন্ত: স্কুল খেলা ও কলেজ পর্যায়ে যে আন্ত: কলেজ বন্ধ হয়ে গিয়েছিলো উনি এগুলো আবার চালু করবেন। দুলু বলেন, একজন ন্যাশনাল, বা ইন্টারন্যাশাল খেলোয়ার অবসর নিলে যেন সরকারি ভাতা পান তার ব্যাবস্থা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে করা হবে। তিনি শনিবার নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক মোঃ বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম প্রমুখ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)