যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার সকালে তাদের এ ফোনালাপ হয়।
নিউইয়র্ক টাইমসের বরাতে টাইমস অব ইসরায়েল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।
সূত্রগুলো জানায়, ফোনালাপে ইরানের সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভ, সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং গাজায় শান্তি চুক্তির উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং বিক্ষোভকারীদের ওপর ভয়াবহ ও প্রাণঘাতী দমন-পীড়নের খবরের প্রেক্ষাপটে দেশটির ওপর হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়েছে, ট্রাম্পের সামনে বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়েছে, যার মধ্যে তেহরানে সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তাবও রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)