বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের কাজিপুরে শহীদ মীর মুগ্ধ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদ্বোধন কুড়িগ্রামে ঘর-বাড়ি, ফসলি জমি রক্ষায় সেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর  চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত ডিএমপির দুই থানার ওসিসহ ৭ পুলিশ পরিদর্শককে বদলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ: ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের দুর্দান্ত শুরু

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে রনক্ষেত্র ৭ জন নিহত : ২ এমপির বাড়ীসহ বিভিন্ন সরকারী স্থাপনা ও আওয়ামীলীগ নেতাদের বাড়ীতে আগুন

নিজস্ব প্রতিবেদক / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে



একদফা আন্দোলনে সিরাজগঞ্জ জেলা শহর, রায়গঞ্জ, হাটিকুমরুল, শাহজাদপুর ও এনায়েতপুরে ছাত্র-জনতার সাথে আওয়ামীলীগ ও পুলিশের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত শতাধিক। এছাড়াও সংসদ সদস্য চয়ন ইসলাম, ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নার বসতবাড়ী, আওয়ামীলীগ অফিস, জেলা পরিষদ কার্যলয়, রেলওয়ে স্টেশনের কাউন্টার, ভুমি অফিস, কোর্ট চত্ত্বরের কয়েকটি স্থাপনায় আগুন দেয়া হয়েছে। নিহতরা হলো- সিরাজগঞ্জ পৌর শহরের মাসুমপুরের মাজেদ খানের ছেলে যুবদল নেতা মুঞ্জু (৩৫), শহরের গয়লা বটতলা এলাকার গঞ্জের আলী ছেলে ইসলামীয়া কলেজের ছাত্র সুমন (২৪) এবং গয়লা ভোকেশনাল রোড এলাকার আছের আলীর ছেলে যুবদল কর্মী আব্দুল লতিফ (৩৫), ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরোয়ার লিটন (৫০), উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলামিন সরকার (৪০), ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম (৪০) ও খবরপত্র পত্রিকার সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিক (৬০)।

সুত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরে প্রবেশ করে বাজার ষ্টেশনে জড়ো হয়। প্রথমেই মিছিলকারীরা জেলা প্রশাসক ও কোর্ট চত্ত্বর এলাকার কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে। সেখানে অবস্থিত নির্বাচন অফিস, পুলিশ সুপারের ক্যান্টিন ও ডিসি গার্ডেনের ভাংচুরসহ ত্রান দুর্যোগ গোডাইন ভাংচুর করে মালামাল লুটপাট করে নেয়। এরপর বাজার স্টেশনের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পর্যায়ক্রমে ছাত্র-জনতা মুল শহরে প্রবেশ করে মুজিব সড়কে সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর বাসভবন. ও এস.এস রোডে সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এ সময় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দিতে গেলে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মঞ্জু, সুমন ও আব্দুল লতিফ মারা যায়। অন্যদিকে, রায়গঞ্জে ছাত্র-জনতা আওয়ামীলীগে অফিসে হামলা চালায়। এ সময় আওয়ামীলীগ অফিসের ভিতরে থাকা ৩ জন আওয়ামীলীগ নেতা ও সাংবাদিককে পিটিয়ে হত্যা করে। এছাড়াও হাটিকুমরুল হাইওয়ে থানা ও এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। উল্লাপাড়া আওয়ামীলীগ কার্যালয়ে আগুন ও ভাংচুর, কেন্দ্রীয় যুবলীগের স্ত্রী নাহিদ সুলতানা যুথির বাড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগ, মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাংচুর, উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম ও উল্লাপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আকমল হোসেনের বাড়ী ও তেলের মিল ভাংচুর করা হয়েছে। শাহজাদপুর সংসদ সদস্য চয়ন ইসলামের বসতবাড়ী ভাংচুর ও গাড়ীসহ বসতবাড়ীতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এছাড়াও পৌরসভার দুটি গাড়ী ভাংচুর, আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর ও আগুন দেয়া হয়েছে।

উপজেলা যুবদলের নেতা লুৎফর রহমান ভুইয়া, শহরের মঞ্জু, সুমন ও আব্দুল লতিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রায়গঞ্জের উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিমুম ইহসান তৌহিদ জানান, মৃত অবস্থায় গোলম সারোয়ার লিটন, আল আমীন হোসেন ও জাহাঙ্গীর হোসেনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিক আহত অবস্থায় আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir