সিরাজগঞ্জের সলঙ্গায় পুর্বশত্রুতার জেরে সলঙ্গা বাজারের কদমতলায় আলহাজ্ব আলাউদ্দিন সরকার নামে এক ব্যক্তির বসতবাড়ীঘর, দোকানপাট ভাংচুর, লুটপাট ও জায়গা দখলের অভিযোগ ওঠেছে। অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান ওরফে মতুব্বর ও তোতা মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী আলহাজ্ব আলাউদ্দিন সরকার জানান, সলঙ্গা বাজারের (ভরমোহনী মধ্যপাড়া) মৃত ওসমান গনির ছেলে মতিয়ার রহমান ওরফে মতুব্বর ও তোতা মিয়ার সাথে তাদের জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এরই জের ধরে সরকার পতনের সুযোগ নিয়ে গত মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত মতিয়ার ও তোতার নেতৃত্বে প্রায় ২০/২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে ও দোকানপাট হামলা চালায়। তিনি আরো জানান, সংবাদ পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেনা সদস্যরা ভাংচুর ও জায়গা দখলে নিষেধ করলেও সেনাবাহিনী চলে যাবার পর আবারো হামলা চালিয়ে আসবাবপত্র, ইট, খুটিসহ ঘরের দরজা, জানালা ও টিনসহ সবকিছু লুট করে নিয়ে যাবার পর শুন্য ১০ শতাংশ ভিটা দখল করে রেখেছে। এমনকি ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়া হচ্ছে।
তবে এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ও মতিয়ারের সাথে যোগাযোগ করলে মুঠোফোন রিসিভ করেনি।