অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবী ও আওয়ামীলীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার সকালে জেলা বিএনপির উদ্যোগে ভাসানী মিলনায়তনের সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার স্টেশনের মুক্তির সোপানে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতা আন্দোলন করে স্বৈরাচারিনী হাসিনাকে পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করেছে।
সেই হাসিনাকে পুনর্বাসন করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পায়তারা করছে। যদি তিনি পদত্যাগ না করেন তবে তাকেও আন্দোলন করে পদত্যাগে বাধ্য করা হবে। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।