মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ৭শ কেজি ফেয়ার প্রাইসের চাউল জব্দ, আটক ২ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-(ডিইএব) সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটি গঠন এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যাকান্ড :বালুখোকো ‘মান্নান ফকির’ গ্রেপ্তার আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ সারিয়াকান্দি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু ইন্দুরকানির একটি গ্রাম থেকে সাতটি হিন্দু পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে গেছে ‘লীগ চক্র’ই নিয়ন্ত্রণ করছে বরগুনার সবকিছু চায়না থেকে ঘুরতে এসে প্রেম, ইসলাম ধর্মগ্রহণ করে এক সন্তানের জননীকে বিয়ে করলেন যুবক! মোবাইল থেকে চার্জার খুলতে গিয়ে তরুণীর মৃত্যু!

৩টি মডেল ও নতুন রঙে আসছে অ্যাপল ১৬

অনলাইন ডেস্ক: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৮:২২ অপরাহ্ন

আগামী মাসে (সেপ্টেম্বরে) বাজারে আসতে যাচ্ছে আইফোন পরিবারের নতুন সদস্য আইফোন ১৬। আসন্ন এই স্মার্টফোনটিকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। অ্যাপলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নতুন এই ডিভাইসটির জন্য। পাশাপাশি কোন কোন নতুন ফিচার দিয়ে সাজানো হবে অ্যাপল ১৬- সে নিয়েও ধারণা দেয়ার চেষ্টা করছেন অ্যাপল বিশ্লেষকরা। বিভিন্ন সূত্রে এরই মধ্যে জানা গেছে, তিনটি মডেল ও নতুন একটি রঙে দেখা মিলবে আইফোন ১৬।

অ্যাপল বিশ্লেষক মার্ক গুরমান সম্প্রতি জানিয়েছেন যে, আইফোন ১৫ গত বছর যে তারিখে বাজারে এসেছে তার কাছাকাছি কোন তারিখেই এই বছর আইফোন ১৬ বাজারে আসবে। সেদিক থেকে আইফোন ১৬ মুক্তির সম্ভাব্য তারিখ হতে পারে আগামী ১০ সেপ্টেম্বর। আইফোন ১৬-এর সম্ভাব্য তিনটি মডেল হচ্ছে: আইফোন ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স।

বলা হচ্ছে, আইফোন ১৫ এর তুলনায় খুব বেশি পরিবর্তন দেখা যাবে না আইফোন ১৬-তে। আইফোনের নতুন ভার্সনে মূলত এআই সক্ষমতা বৃদ্ধিকেই প্রাধান্য দিয়েছে অ্যাপল। বিশেষ করে গত জুনে নিজেদের এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ঘোষণা করার পর অ্যাপল তাঁদের নতুন যেকোনো প্রোডাক্ট ও সার্ভিসে এআই-ভিত্তিক ফিচার নিয়ে আসবে এমনটাই স্বাভাবিক।

নতুন রঙে আসছে আইফোন ১৬?
কোন কোন রঙে পাওয়া যাবে আইফোন ১৬- তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। বিভিন্ন সময় আইফোন সম্পর্কিত সঠিক তথ্য দিয়েছেন এমন বিশ্বস্ত সূত্রগুলো ইতোমধ্যেই নতুন আইফোনের সম্ভাব্য ‘কালার ভ্যারিয়েশন’ নিয়ে দিচ্ছেন নানা তথ্য।



আইফোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার ক্ষমতা রাখেন এমন ব্যক্তিদের একজন মাজিন বু। সম্প্রতি নিজের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে মাজিন বু আইফোন ১৬ এর ‘সম্ভাব্য কালার’ নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স মডেল দুটির ক্যামেরা রিং-এর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আইফোন ১৬ প্রো লাইনআপে মোট ৪টি রঙ আছে: হোয়াইট, ব্ল্যাক, গোল্ড এবং গ্রে।”

পাশাপাশি মাজিন বু এটাও ইঙ্গিত দিয়েছেন যে, আইফোন ১৬ মডেলটি নতুন আরেকটি রঙে দেখা যেতে পারে এবং সেটা হতে পারে ‘ডেজার্ট টাইটানিয়াম’। এটি দেখতে কিছুটা ডার্ক গোল্ড এবং অনেকটা পূর্বের পার্পল রঙের মতো- তবে একটু বেশি গাঢ় (ডিপ) পার্পল।

পাতলা গঠনের আইফোন তৈরি করবে অ্যাপলপাতলা গঠনের আইফোন তৈরি করবে অ্যাপল

এখানে সমস্যা হলো ‘পূর্বের পার্পল’ লিখে মাজিন বু ঠিক কী বোঝাতে চাইছেন সেটা পরিষ্কার নয়। হতে পারে সেটা ডিপ পার্পল রঙের আইফোন ১৪ প্রো- যেখানে কিছুটা সোনালী আভাও (গোল্ডেন শেড) ছিল। সম্প্রতি আরেকটি সুত্র দাবী করছে, আইফোন ১৬ অন্যান্য রঙের পাশাপাশি ‘রোজ গোল্ড টাইটানিয়াম’ রঙে পাওয়া যাবে। আইফোনপ্রেমীরা এর আগেও আইফোন ৬এস এর মতো কয়েকটি মডেলে রোজ গোল্ড রঙের দেখা পেয়েছে।

এখন পর্যন্ত আইফোন ১৬ সম্পর্কিত যে তথ্যগুলো আসছে তার মধ্যে কিছু গুজব থাকতেই পারে। কিন্তু আইফোন ১৬ নতুন কোন রঙে পাওয়া যাবে, এমন সম্ভাবনা কিন্তু প্রবল। তা সে নাম ‘ডেজার্ট টাইটানিয়াম’ হোক বা ‘রোজ গোল্ড টাইটানিয়াম’, নামে কি যায় আসে!

তথ্যসূত্র: ব্লুমবার্গ নিউজ, ম্যাশেবল, টমস হার্ডওয়্যার, ম্যাকরিউমারস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir