ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে কাজ করেছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ক্যারিয়ারের প্রথম ছবিতেই করলেন বাজিমাত। দেশ, বিদেশে ছবিটি বেশ ব্যবসা সফলও হয়েছে। ২০২৩ সালে দেশের প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ছবি।
এবার ‘বরবাদ’ নামে আরও নতুন এক ছবিতে জুটিবদ্ধ হলে শাকিব-ইধিকা। ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান ‘বরবাদ’ ছবিটির পরিচালক। পরিচালকের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচালকের ঘনিষ্ঠ সূত্র বলছে, অনেক আগেই শাকিব খান ও ইধিকা পাল ছবিটিতে জুটি চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইতে ছবিটির শুটিং শুরুর কথা। নাম প্রকাশ না করার শর্তে ওই ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘বছরখানেক আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে এই ছবির গল্পটি শোনান। গল্প পছন্দ হয়ে যায় শাকিবের। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে টানা ৪৫ দিনের শিডিউল দিয়েছেন শাকিব খান বলেও জানান তিনি। ‘বরবাদ’ ছবিটিতে মিশা সওদাগর একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)