
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার (১১ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,জাবেদুল ইসলাম চৌধুরী (২৮), নুর ইসলাম (৫০), নুরুজ্জামান (৩২), লিটন (১৮),
কাল্লু (৪৫), সানজু (২৫), রবিউল ইসলাম (২৮), সনু (২৮), সানজু (২৩), জাহাঙ্গীর (৩৮),
ইব্রাহিম (২৪), আবুল কালাম (৩৪), লিটন ওরফে টাকলু মিঠুন (৩৫) ও রবিন (২৪)। এদের মধ্যে মাদক ও বিস্ফোরক আইনে ২ জন, প্রতারণা মামলায় ১ জন, পুলিশ আক্রান্ত ১ জন, পরোয়ানা ৫ জন,বিভিন্ন আইনে ৪ জন,অন্যান্য মামলায় ১ জন। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৫০০ গাঁজা, ৮০০ গ্রাম গান পাউডার, বিক্রয় লব্ধ অর্থ ৮,৪০০/,
১ টি ফ্রিজিং কাভার্ড ভ্যান যাহার রেজি :নং ঢাকা মেট্রো- শ-১৪-১১৫৯ উদ্ধার করা হয়।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. রাসেল (৩০), মো. আল আমিন (৩২), মো. মঞ্জু (৪৫), মো. নয়ন (২২), মো. দুলাল (৩২), মো. জাহাঙ্গীর (৩০), মো. মিজানুর রহমান (৩২), মো. মেহেদী হাসান হৃদয় (২৪), মো. আবুল কালাম আজাদ (৪২), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. সাদেকুল ইসলাম (২৩), মো. মুসা মোল্লা শান্ত (২২) ও বেলাল হোসেন বাধন (২৫)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)