বন্যার ভয়াবহতায় মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে লক্ষ্মীপুরে প্রায় ৮ লাখ মানুষ। রয়েছে খাদ্য ও সুপেয় পানির অভাব। দুর্গত এলাকার বহু স্থানে ত্রাণও বিতরণ হয়নি এখনো। মানবেতর জীবনযাপন করছেন অনেকে। নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আশ্রয় কেন্দ্রগুলোতেও ঠাঁই নেই। গতকাল সকাল থেকে দিনভর বন্যাকবলিত এলাকা সদরের দিঘলী, বাঙাখা, দত্তপাড়া, উত্তর হামছাদি, টুমচর ও শাকচরে ঘুরে দেখা গেছে ভয়াবহ চিত্র। বর্তমানে মান্দারী দিঘলী সড়ক, দত্তপাড়া বটতলী সড়কের ৮০ ভাগ ডুবে গেছে। পানি বাড়ছে এক থেকে দুই ফুট। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলছেন, এখন পর্যন্ত জেলায় পানিবন্দি ৭ লাখ ২৫ হাজার মানুষ। এর মধ্যে ৩০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। সবার সমন্বিত প্রয়াসে বন্যা মোকাবিলা করতে হবে। ৭০০ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আরও ৩০ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)