সিরাজগঞ্জের এনায়েতপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মুক্তার হাসানকে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের সভাপতি হয়েছেন মেরাজুল ইসলাম।
২৫ আগষ্ঠ সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিউর রহমান ও সদস্য সচিব টিএম শাহাদাত হোসেন ঠান্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনায়েতপুর থানা কৃষক দলের যুগ্মসম্পাদক মুক্তার হাসানকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
মুক্তার হাসান ঐতিহ্যবাহী এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনায়েতপুর হাটবণিক সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়া জাতীয়তাবাদী আদর্শের চেতনায় উজ্জীবিত এই তরুণ নেতা এনায়েতপুর থানা বিএনপির আহবায়ক কমিটি অন্যতম সদস্যর দায়িত্ব পালন করে আসছেন।