
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।
সোমবার (১২ জানুয়ারি) ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান জানান, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৭২ ঘণ্টা পার হলেও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেনি। তিনি আরও বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। তবে অধিদপ্তর দ্রুত ফল প্রকাশের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, গত ৩ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রায় সাত দিনের বিলম্ব হয়েছে।
ফলে প্রকাশের প্রক্রিয়া যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়ার জন্য মহাপরিচালক (ডিজি) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম অধিদপ্তর চালিয়ে যাচ্ছে। তবে, তার নাম ও স্বাক্ষর নকল করে বিভিন্ন স্থানে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এমনকি কোথাও তার নামও ভুলভাবে উল্লেখ করা হয়েছে। এ ধরনের গুজব পরিকল্পিতভাবে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি (শুক্রবার) স্থগিত করা হয়েছিল। পরে ওই পরীক্ষা ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগেই প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)