
একদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রোজা’ নামটি। ফেসবুকে এখনো ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে তাকে। কারণ, তার নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম।
মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে যাওয়ার খবরে চমকে উঠেছেন ভক্তরা ও শোবিজ অঙ্গনের অনেকেই। এরপর থেকেই রোজাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
এরই মধ্যে ইনস্টাগ্রামে রোজার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানের তালে নাচছেন তিনি, সঙ্গে রয়েছেন আরও কয়েকজন। উল্লেখযোগ্য বিষয় হলো—এই ভিডিওটি তিনি ২০২১ সালের ৩০ মে আপলোড করেছিলেন। সে সময়ের রোজাকে বর্তমানের সঙ্গে তুলনা করে অনেকের কাছেই তাকে কিছুটা ভিন্ন মনে হচ্ছে। আর এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা মন্তব্য ও বিতর্ক।
ভিডিও লিংক- https://www.instagram.com/p/BrX_nwSH3yD/?utm_source=ig_web_copy_link
উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোজা। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খোলেন তাহসান।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)