সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিক নির্যাতন বন্ধ হয় না, হবেও না… নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ সারিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত  সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুরু   কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালন চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত সিরাজগঞ্জে তিন হত্যা মামলার আসামি মুছা কক্সবাজারে র‍্যাবের হাতে গ্রেপ্তার

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের পাশাপাশি শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন।

শিক্ষকরা জানান, বিধি অনুযায়ী পদোন্নতি পেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার কথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে। কিন্তু সেসিপ প্রকল্প থেকে রাজস্ব হওয়া উপজেলা মাধ্যমিক অফিসাররা ডিজিকে বাধ্য করছে তাদের জেলা শিক্ষা অফিসার করতে। এ নিয়ে সরকারি মাধ্যমিক শিক্ষকরা মহাপরিচালকের কার্যালয়ে গেলে সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করে প্রকল্পের উপজেলা মাধ্যমিক অফিসাররা।

শিক্ষকরা আরো জানান, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিধি বহির্ভূত সেসিপ প্রকল্প থেকে আসা উপজেলা মাধ্যমিক অফিসারদের জেলা মাধ্যমিক অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে। সিনিয়র শিক্ষকদের মাধ্যমিক অফিসার হিসেবে দ্রুত পদায়ন করতে হবে। যারা শিক্ষকদের ওপর হামলা করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজুল হক, সিনিয়র শিক্ষক খায়রুল হাসান, মীর আব্দুল হাই,উত্তম কুমার রায়,গোলাম মৌদুদ, মিজানুর রশীদ,তারাজুল ইসলাম,হাফিজুর রহমান,রেজাউল করিম,হারুন অর রশীদ, প্রিন্স আব্দুল্লাহ জাহিদ, সহকারী শিক্ষক ইয়াছিন আলী, ইউসুব আলী, শাহিনুর আলম, জে.এম হেদায়তুল ইসলাম,রওহানী ইসলাম, মতিউর রহমান, তানজির রহমান, নাছরিন আখতার, অলোকা রানী চৌহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir