
সিরাজগঞ্জের তাড়াশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ক্রয় রশিদ সংরক্ষণ না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নিউ জনতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাড়াশের সিরাজগঞ্জ–নাটোর মহাসড়ক এলাকার ওই রেস্তোরাঁয় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখসহ পুলিশ সদস্যরা।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হোটেল মালিককে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের বিষয়ে সতর্ক করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)