সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা  জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

সিরাজগঞ্জের চৌহালীতে  যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জনকে ১ লাখ  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকেলে  চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা(ভা.) মো. শওকত মেহেদী সেতু এই অর্থদণ্ড দেন। অর্থদণ্ড প্রাপ্ত মো. মজনু (৪০) শাহজাদপুর উপজেলার মৃত নুরুজ্জামান মন্ডলের ছেলে।

চৌহালী উপজেলা  নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতু  বলেন, আইন অমান্য করে উপজেলার ভূতের মোড়ে যমুনা নদীর তীরবর্তী এলাকায়  অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ১ জনকে ১৫(১) ধারা মোতাবেক এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  পানি উন্নয়ন বোর্ডের কোন আপদকালীন কাজ বন্ধ  করা হয়নি । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত ব্যক্তি ১ লাখ টাকা  জরিমানা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir