শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আ হ মুহাম্মদ খোকনের জন্মদিন পালন ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, চিন্তায় জেলেরা ‘আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি, কারণ পরিবারে কেউ নেই’ শেষ মুহূর্তে ইলিশ কিনতে ক্রেতাদের লাইন, কেজি ২৭০০ টাকা বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত, ফেসবুকে জানালেন সারজিস পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ! রোপা আমনের পাতায় উঁকি দিচ্ছে স্বপ্ন; খানসামায় পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষাণী সারিয়াকান্দিতে পূজা মন্ডপে শাহাজাদী আলম লিপির আর্থিক সহায়তা প্রদান

দেশের বেকার সমস্যার সমাধান করা হবে- সিরাজগঞ্জে স্মরণ সভায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৮ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ, এখানে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ, সেই সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

শনিবার বিকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনে শহীদদের স্মরণে আয়েজিত সভায় ভার্চুয়ালে মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরো বলেন, কোন অবস্থাতেই বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার নিশ্চিত ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য ধারনের আহবান জানিয়ে তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগনের পাশে থাকতে হবে। যাতে জনগন আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। কোন অবস্থায় আইন হাতে তুলে নেওয়া যাবে না, কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জেলার বেলকুচি ও চৌহালী উপজেলা এবং এনায়েতপুর থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক আমিরুল ইসলাম খান আলীম সভাপতিত্ব করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী বলেন,গত ৫ই আগস্টের বিজয়ে ছাত্র-যুবক সকলের ভূমিকা রয়েছে। কিন্তু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা, সঠিক নেতৃত্ব ও সিদ্ধান্তে বাংলাদেশের আপামর জনগন আজ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে, প্রানভরে নিশ্বাস নিতে পারছে।

তিনি আরও বলেন, গত ৭ই জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান, অনেকেই অনেক কথা বলেছিলেন, এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, কিন্তু তারেক রহমান বলেছিলেন নির্বাচন বর্জন করতে হবে। আজ পলাতক আওয়ামীলীগ নেতারা বলছেন ঐ নির্বাচনে বিএনপি অংশগ্রহন করলে শেখ হাসিনার পালাতে হত না। তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত স্বৈরাচারী সরকারকে পালাতে বাধ্য করেছে।

স্মরণ সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিত প্রমুখ।

বিকেল ৩টায় সভাটি শুরু হয়। সভার প্রধান বক্তা ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার পরই হঠাৎ ঝড় হাওয়া ও বৃষ্টি শুরু হলে সভার কাজ বিঘ্নিত হয়। নেতাকর্মীরা নিরাপদে আশ্রয় নেন। বৃষ্টি কিছুটা কমলে বৈরী আবহাওয়ার মধ্যেই তারেক রহমান ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir