ইরানের চলমান অস্থির পরিস্থিতি নিয়ে একের পর এক 'উসকানিমূলক' বক্তব্য দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করা হয়।
চিঠিতে ইরাভানি বলেন, ইরানে সহিংসতায় উসকানি, শক্তি প্রয়োগের হুমকি ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘ সনদের অধীনে মহাসচিব ও বিশেষ করে নিরাপত্তা পরিষদের দায়িত্ব যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে নিন্দা জানানো।
তিনি আরও বলেন, জাতিসংঘ যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারকে দ্রুত অস্থিতিশীল নীতি ও কার্যক্রম বন্ধ করতে আহ্বান জানায়। আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়বদ্ধতা পূর্ণভাবে মানতে চাপ সৃষ্টি করে। একই সঙ্গে ইরাভানি যুক্তরাষ্ট্রকে যেকোনো সম্ভাব্য সামরিক আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।
এছাড়া তিনি জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান, যেন তারা উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, 'ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।'
সূত্র: আল-জাজিরা
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)