সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। রবিবার দুপুরে র্যাব সদর কোম্পানি ও সিপিএসসি বগুড়া শাখার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বাগিচা পাড়া এলাকায় রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগত ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। লালমনিরহাট জেলার আদিতমারী থানার আরাজী ডেউডোবা গ্রামের জদুনাথ বর্মনের ছেলে বিপুল চন্দ্র রায় (২৯) ও উভয় জেলা ও থানার দক্ষিণ গুবদা গ্রামের অনিলের ছেলে রিপন (২৮)। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল বাগিচাপাড়া নিউ মায়ের আচল হোটেলের সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ৯৮ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আসামিরা দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়করে আসছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।