২৮ সেপ্টেম্বর-২০২৪।জয়পুরহাট জেলার পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে সুকান্ত বর্মন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর-২০২৪) সকাল আনুমানিক ১০টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা রেলওয়ে স্টেশনের দক্ষিণে চম্পাতলী হঠাৎপাড়া নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শ্রী ছানা বর্মনের ছেলে সুকান্ত বর্মন।
স্থানীয় ধরঞ্জী ইউপি সদস্য আরিফ হোসেন জানিয়েছেন, সকালের দিকে সুকান্ত বর্মন বাগজানা স্টেশনের দক্ষিণে চস্পাতলী হঠাৎপাড়া নামক স্থানে রেল লাইনের আশপাশে ঘুরাঘুরি করার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, বিষয়টি জেনেছি এবং মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।
এম.এ.জলিল রানা,জয়পুরহাট:২৮ সেপ্টেম্বর-২০২৪।