
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার (১৪ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,রহিম (৪০), নূরনবী জয় (৩৯), মুন্না (২১),জাহিদ হোসেন কাল্লু (২২), শ্রাবণ (২৫),
রানা (১৯), নাজমুল (২০), সাব্বির (১৮), সজীব (১৯), আলাল (২০), মারুফ (২০),
সানি ওরফে রাহিম (১৯), রিফাত (২০),
ওয়াসিম (২৩), ইয়ামিন (২২), নাদের ইসলাম (৩২), রায়হান শামিম (২৭), সনু (২৬), রাজা (২৮), হোসেন আলী (২৫), জুবায়ের তাজ (২৫), শাহাবুদ্দিন তামজিদ (২২), আলিফ ওরফে ফয়সাল (২৭),আরিফ (২৩) ও তাজুল ইসলাম তাজুল (২৪)। এদের মধ্যে অন্যান্য ও চাঁদাবাজি মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১০ জন, মাদক মামলায় ১ জন,
না: শি মামলায় ১ জন,দূস্যতা মামলায় ১ জন,
পরোয়ানা - ৪ জন( পরোয়ানা তামিল ১০ টি),
বিভিন্ন আইনে ৭ জন। গ্রেফতারকালে ৩ টি সামুরাই, ৯ টি দেশীয় লোহার তেরি দা,৬ টি লম্বা ছোরা,১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. নাসির (১৮), মো. সাকিব (১৯),
মো. মানিক (১৮), মো. চাঁন মিয়া (২৫), মো. আল আমিন (২৩), মো. রবিউল ইসলাম (২৭) ও মো. রাসেল (৩০)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বুধবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)