লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়ন চাঁদপুর এবং লক্ষ্মীপুরের যোগাযোগের মাধ্যম। যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়েছে রায়পুর উপজেলার বোয়াডার বাজারের সীমান্তে। এতে জনবহুল এলাকায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। দুর্গন্ধে ভোগান্তির পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে এলাকার বাসিন্দারা। সরেজমিন দেখা যায়, বোয়াডার বাজারের রায়পুর উপজেলার চাঁদপুর, লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে রেখেছে পৌর কর্তৃপক্ষ। যত্রতত্র এভাবে রাখায় এলাকাগুলো যেন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারীরা।
পরিবেশদূষণসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা।
এছাড়াও রায়পুর পৌর শহরের এবং বোয়াডার বাজারের সংগ্রহ করা ময়লা-আবর্জনা বাছাই করার কারণে একদিক দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণ, পথচারী ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের।
উত্তর মাথার সিএনজিচালিত অটোরিকশাচালক কাদের মিয়া বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা-আবর্জনা এখানে জমা করার কারণে এ রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। দুর্গন্ধ ছড়ানোর কারণে মানুষ নাকে কাপড় দিয়ে চলাচল করছে। তাছাড়া যাত্রী সাধারণ এখানে দাঁড়াতে না পেরে খুবই দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি এ অবস্থা থেকে মুক্তি দেয়ার জন্য পৌর কর্তৃপক্ষ এবং নির্বাহী অফিসারের দৃষ্টি কামনা করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)