রাজশাহীর চারঘাটে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় সারাদেশের ন্যায় চারঘাট উপজেলায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে মঙ্গলবার (১লা অক্টোবর) সকালে উপজেলার থানাপাড়া গ্রামে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচী শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, ভেটেরিনারি সার্জন ওয়াসিম আকরাম,চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও অত্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ খামার সদস্যবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির জানান, উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এক লাখ ছাগল/ভেড়া পিপিআর টিকা দেয়া হবে। ১লা অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে।