খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। শেষ পর্যায়ে প্রস্তুতি দেখতে জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসক পূজা কমিটির সাথে পূজার প্রস্তুতি নিয়ে খোঁজ খবর নেন।
এ সময় জেলা প্রশাসক পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয়। সেজন্য প্রশাসন থেকে সকল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করবে বলে পূজা কমিটিকে জানান।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের পূজা মণ্ডপ, জগন্নাথ বাড়ির পূজা মণ্ডপ, গুলো পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের এনডিসি মো. নাহিদ বাংলাদেশ পূজা উদ্যাপন খাগড়াছড়ি জেলা কমিটির জেলা পূজা কমিটির অশোক মজুমদার স্বপন ভট্টাচার্যসহ অনেকে উপস্থিত ছিল।
এবারে খাগড়াছড়ি জেলায় নয়টি উপজেলায় ৬১ পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে প্রশাসন যাতে পূজা নির্বিগ্নে উদ্যাপন করা যায়। তা নিয়ে দফায় দফায় পূজা কমিটির সাথে বৈঠকও করেছেন।