
সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা পত্র প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগে উল্লাপাড়ার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসা পত্র দেওয়ার সময় অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো : মুস্তাফিজুর রহমান বুধবার (১৪ জানুয়ারি) প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশংসা পত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।
নোটিশে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)