সিরাজগঞ্জের কাজিপুরে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর সকালে উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সহকারী শিক্ষক শরীর চর্চা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। বিভিন্ন ইভেন্টে উপজেলার ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।