
সিরাজগঞ্জের কাজিপুরে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে
প্রিয় ৯০ টেলিভিশন ইন্টারন্যাশনাল গ্রুপ, মানবিক ও স্বেচ্ছাসেবক গ্রুপ।১৭ জানুয়ারি দুপুরে প্রিয় ৯০ টেলিভিশনের আর্ন্তজাতিক উপদেষ্টা
রহমান মোহাম্মদ শাহিনুর, মোঃ মফিজুর রহমান ও রফিকুল সরকারের সহযোগীতা ও আন্তরিক প্রচেষ্ঠায় কাজিপুর উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিয় ৯০ টেলিভিশন গ্রুপের চিফ এডমিন কাজিপুরের কৃতি সন্তান জবেদা মিনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন মোঃ কামাল হোসেন, মোছাঃ কাজল রেখা ও মোঃ হাসনাত কামাল।
সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব এস এইচ এম সাইদুল ইসলাম রেবা। সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের এডমিন মোঃ রফিকুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান বাবলু, মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলী আকবর,
সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেন, মেঘাই সমবায় সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ চান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম পলাশী।এ সময় অত্র এলাকার শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, নদী বিধৌত কাজিপুরের অসহায় -হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। আল্লাহ তায়ালা রহমতে আগামীতে আমাদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে।মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)