দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও কঙ্গনা রানৌতের পর এবার অ্যাকশন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। সিনেমার নাম ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’। এটি পরিচালনা করছেন তেলেগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতি। খবর: মিড-ডে
সিনেমাটির দুই লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এ মাসে তৃতীয় ও শেষ লটের শুটিং সম্পন্ন হবে বলে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় জানিয়েছেন সিনেমাটির নির্মাতা।
শেষ অংশে কাজলের বেশকিছু অ্যাকশন থাকবে জানিয়ে নির্মাতা বলেন, “আমরা এরই মধ্যে ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’ সিনমার একটি টিজার প্রকাশ করেছি। যেখানে কাজল ম্যামকে অ্যাকশন অবতারে প্রথমবার দেখেছে দর্শক। কিন্তু এটি জাস্ট ট্রেলার, এর থেকেও ভয়ংকর রূপে দেখা যাবে।”
নির্মাতা সিনেমাটি নিয়ে আরও বলেন, ‘মহারাগ্নিকে পর্দায় তুলে আনার এ জার্নি আমরা বেশ উপভোগ করছি। এর শুটিং এখন একদম শেষের দিকে। এ সিনেমার জন্য আমরা একঝাঁক তারকার সঙ্গে কাজ করেছি। আমি দর্শকদের একটি রোমাঞ্চকর গল্প উপহার দিতে চাই।’ এ ছাড়া কিছুদিন আগে ‘মা’ সিনেমার শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী।
‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’ সিনোময় কাজল ছাড়াও অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, প্রভু দেবা, যিশু সেনগুপ্ত, সম্যুক্ত মেনন ও আদিত্য সিল। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছুই জানাননি এ নির্মাতা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)