সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারের বেলী ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসে এ ঘটনা ঘটে। জানা যায়, রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকায় অবস্থিত বেলী ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস বেকারীতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধানে যান সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার আজিজুল ইসলাম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাব্বি হাসান হৃদয় এবং সরেজমিন বার্তার সিরাজগঞ্জ প্রতিনিধি মুকুল হোসেন।
সরেজমিন পরিদর্শনে গিয়ে সাংবাদিকরা অভিযোগের সত্যতা পান এবং বেকারীর ভেতরের অপরিচ্ছন্ন পরিবেশের ভিডিওচিত্র ধারণ করেন। অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর বেকারীর মালিক সাদ্দাম হোসেন তার প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে এসে সময়ের আলো মাল্টিমিডিয়া (সিরাজগঞ্জ প্রতিনিধি) আজিজুল ইসলামের ওপর চড়াও হন। এ সময় তিনি আজিজুল ইসলামের হাত ধরে টানা-হেঁচড়া করেন এবং তাকে জোরপূর্বক আটকে রাখেন।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক আজিজুল ইসলাম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নীল কমল জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)