রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

জয়পুরহাটে অবসর চৌধুরী গ্রেপ্তার

এম.এ.জলিল রানা, জয়পুরহাট: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন

জয়পুরহাটে অবসর চৌধুরী গ্রেপ্তার। জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ ওরফে অবসর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর-২০২৪) রাত আনুমানিক পৌনে ২টার দিকে জেলা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহেদ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অবসর চৌধুরী জেলার আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর পার্ট এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করেন তিনি।

থানাপুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দয়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ ওরফে অবসর চৌধুরীকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।

এ ছাড়া, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পটপরিবর্তনের পর থানা এলাকায় গুলিতে নিহত হন মেহেদী নামে এক অটোচালক। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অবসর চৌধুরী কে ৫১ নম্বর আসামি করা হয়েছে।এ দুটি হত্যা মামলা ছাড়াও তার নামে জয়পুরহাট সদর ও আক্কেলপুর থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই তার নাম রয়েছে।রোববার দিবাগত গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir